ব্রাজিলে ৩ ম্যাচে ২ গোল করে দেশে ফিরছে ভূরুঙ্গামারীর মিঠু
একাত্তর কন্ঠ
আপডেট সময়: ২৮ জুলাই ২০১৯ ১০:৫৭ পিএম:

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ব্রাজিল সরকারের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এক মাসের অনুশীলন শেষে চার প্রতিভাবান বাংলাদেশি ফুটবলার আজ দেশে ফিরবে।
প্রথম বাংলাদেশী হিসেবে ব্রাজিলের মাঠিতে প্রথম গোল করেন উদীয়মান চার কিশোর ফুটবলারদের একজন মোঃ উমর ফারুক মিঠু। সে দেশের সোসিয়াদে স্পোর্টিভা দা গামা ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের হয়ে অনুশীলন শেষে কয়েকটি ম্যাচ খেলেছেন তারা। সুযোগ পেয়ে পায়ের ম্যাজিকও দেখাচ্ছেন ফুটবলাররা।
ফাইনাল ম্যাচে বিপক্ষ দল গ্রেভারের বিরুদ্ধে ১ টি গোল করে জিতিয়েছেন গামা ক্লাবকে। ৩ ম্যাচে ২ গোল করেছেন উমর ফারুক মিঠু। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা থেকে উঠে আসা উমর ফারুক মিঠু পুরো বাংলাদেশের গর্ব।
এক মাসের সফর শেষে আজ দেশের উদ্দ্যেশে রওয়ানা হবেন উদীয়মান চার কিশোর ফুটবলার। আজ ব্রাজিল সময়ে বিকালে ব্রাসিলিয়া থেকে রওয়ানা হয়ে রাতে সাও পাওলো থেকে দেশের বিমান ধরবেন দেশের পতাকাধারী দল।
সবুজের চার এই প্রতিনিধি ফুটবলার – ওমর ফারুক মিঠু, জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ ও নাজমুল আকন্দ
একাত্তর কন্ঠ