এ যুগের আদু ভাই
একাত্তর কন্ঠ
আপডেট সময়: ২০ আগস্ট ২০১৯ ১১:৪৭ পিএম:

নিজস্ব সংবাদদাতাঃ লেখাপড়ার কোন বয়স নাই- আবারো প্রমান করলেন ভোলার নাজিম উদ্দিন চৌধুরী। ভোলা সরকারি কলেজের প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ১৯৮৮ সাল থেকে ডিগ্রি পরীক্ষা দিয়েই যাচ্ছেন। অবশেষে গতবছর তিনি ৩য় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তার অভিযোগ তার খাতা ঠিকভাবে মূল্যায়ন হয়নি। তার পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষকগন বলেছেন, তিনি ঠিকভাবে রোল নং, রেজিস্ট্রেশন নং লিখতে পারেন না। সৌভাগ্যক্রমে তার হলে একদিন দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল। বিভাগ উন্নয়নের জন্য তিনি আবারও পরীক্ষা চালিয়ে যাচ্ছেন বলে জনৈক শিক্ষক জানান। ইতিমধ্যে তিনি ২য় বর্ষ শেষ করেছেন। তিনি ল, পড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।
ইতিপূর্বে তিনি জাতীয় সংসদে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিযোগিতা করেছিলেন। তিনি এলাকায় এমপি হিসেবেও পরিচিত। শিক্ষার প্রতি তার এই অদম্য ইচ্ছা হতাশায় নিমজ্জিত শিক্ষার্থীদের উৎসাহিত করবে। তার এই একনিষ্ঠতা দেশ বিদেশে সমাদৃত ও স্বীকৃতির দাবি করছি।
একাত্তর কন্ঠ