বাউফলে করোনায় চা বিক্রেতার মৃত্যু
অনলাইন
আপডেট সময়: ১ মে ২০২০ ২:৫০ এএম:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তির নাম হালিম বক্স (৫০)। তিনি পটুয়াখালীর বাউফলের কালিশুড়ী ইউনিয়নের কালিশুড়ী গ্রামের বাসিন্দা। তিনি কালিশুড়ী বাজারে চা বিক্রেতা ছিলেন।
মৃত চা বিক্রেতার ভাতিজা আমিনুল ইসলাম জানান, কালীশুরি এসএ ইনস্টিটিউশনসংলগ্ন এলাকায় চা বিক্রি করতেন হালিম বক্স। গত ১৪ এপ্রিল অসুস্থতা বোধ করলে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে ২২ এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
২৪ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসার ছয় দিন পর মৃত্যুবরণ করলেন হালিম বক্স।